৩ এপ্রিল ২০২৬ । আনন্দ বাজার ঘাট, সোনারগাঁও, মোগরাপারা
রেজিস্ট্রেশন শেষ সময়: স্লট থাকা সাপেক্ষে
রেজিস্ট্রেশন লিঙ্কঃ Registration here
আপনারা জানেন বাংলাদেশ এর অন্যতম প্রধান উন্মুক্ত জলে সাঁতারের ইভেন্ট হিসেবে, মেঘনা ৫কে সাঁতার সকল স্তরের সাঁতারুদের অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়। আপনি যদি এই মুহূর্তে আপনার ব্যাক্তিগত সেরা অরজনের জন্য চেষ্টা করে থাকেন অথবা সাতারে আপনি নতুন কিন্তু আপনি আপনার প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত এমন সবার জন্য এই ইভেন্ট হতে পারে সেরা পছন্দ।
৩ ক্যাটাগরি তে সাতার কাটা যাবে। ৫ কিমি, ২ কিমি এবং ১ কিমি। সব ক্যাটাগরি সহ, বিভিন্ন বয়স গ্রুপে থাকবে আলাদা আলাদা প্রাইজ মানি সহ পুরস্কার।
ইভেন্টে রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে, ক্যাটাগরি ভিত্তিতে ২১৪৯ টাকা থেকে ২৮৪৯ টাকা।

0 মন্তব্যসমূহ